কাবুলে আত্মঘাতী হামলায় নিহত-৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার এক আত্মঘাতী হামলা হয়েছে। এতে ৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
কাবুল শহরের দারুল আমানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। পুলিশ এই বিস্ফোরণকে ‘আত্মঘাতী হামলা’ বলে উল্লেখ্য করেছেন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক্সে এক পোস্ট বলেছেন, ‘আজ বিকেলে, শরীরে বিস্ফোরক পরিহিত এক ব্যক্তি বিস্ফোরণটি ঘটায়। এ ঘটনায় দুর্ভাগ্যবশত একজন নারীসহ ছয়জন বেসামরিক লোক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।’
উল্লেখ্য, ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সহিংসতা হ্রাস পেয়েছে। তবে দায়েশ খোরাসান আফগানিস্তানে সক্রিয় রয়েছে। এই সংগঠনটি প্রায়শই বন্দুক ও বোমা হামলার মাধ্যমে বেসামরিক নাগরিক, বিদেশী এবং তালেবান কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.