উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত ও  উপহার বিতরণ

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে অংশগ্রহণকারী ত্রিশটি পরিবারের মাঝে বাচ্চাদের হাইজিং প্রোডাক্ট সামগ্রী বিতরণ করা হয়।
সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় ৩০টি পরিবারের  শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়।
৩১ আগস্ট শনিবার সকাল দশটায় মুণ্ডপাশা গ্রামে শিকারপুর ইউনিয়নের কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধ স্বাস্থ্য সহকারী রকিবুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী নমিতা রানী ঘরামী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।,
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, সিআর এসএস সহায়তাকারি চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা, দিপালী ও পল্লব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.