বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটি স্বীকার করে নিতে হবে : জয়শঙ্কর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। সরকারে যে থাকুক, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। এমনটিই বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতিবিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এস জয়শঙ্কর বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ক্ষেত্র খুঁজে বের করতে হবে। ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে লেনদেন করবে।
তিনি বলেন, আপনারা সবাই জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে গেছে। আর সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আর রাজনৈতিক পরিবর্তনে….(সম্পর্ক) বিঘ্নিত হতে পারে। আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।
আলোচনা কালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও আফগানিস্তানের প্রসঙ্গ নিয়েও কথা বলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.