বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা

চট্টগ্রাম ব্যুরো: টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা বেশিরভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। এর ফলে ডুবে যাওয়া এলাকার মানুষজন পানিবন্দি হয়ে আটকে আছে।
মানবতার সেবক বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র একমাত্র পুত্র মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)’র মানব কল্যাণ কার্যক্রমের ডাকে সাড়া দিয়ে এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশে প্রাকৃতিক দূর্যোগে মানুষজন উদ্ধারে, তাদের নিকট শুকনো খাবার পৌঁছানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ বিতরণ করছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা।
যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে উপস্থিত হয়ে বা যেকোন উপায়ে সহযোগিতা করা মাইজভাণ্ডারী ত্বরিকা অনুসারীর মহত্ত্ব। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে লায়ন বরুন কুমার আচার্য্যের নেতৃত্বে পানিবন্দি মানুষদের মধ্যে এ পর্যন্ত সূর্যগিরি আশ্রম ৩০০ মানুষকে শুকনা খাবার ও ২০০ জনকে তৈরি করা খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
উক্ত দূর্যোগ ব্যবস্থাপনায় আর্থিকভাবে ও শারিরীক শ্রম দিয়ে সহযোগিতা করেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, তরুন কুমার আচার্য্য কৃষ্ণ, সুজন শীল, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য্য, রুবেল শীল, শিপ্রা বসু মল্লিক, বিপ্লব চৌধুরী কাশিমুল পাল, মিটু দাশ গুপ্ত, সোমা চৌধুরী সুমি, বিজন শীল, সুমন শীল, ঝন্টু শীল, সাজু শীল, সজিব শীল, রনা শীল ও অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.