খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম সরদার (৫০)কে আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। তাকে লক্ষ্য করে ২ জন দূর্বৃত্ত দুই রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে। ছোড়া গুলি মিস্ ফায়ারের কারণে তিনি বেঁচে যান। এলাকার নতুন হাট মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে ভাইপো অনিকের সাথে কথা বলতে বলতে বাড়িতে যাওয়ার পথে এঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসি তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
অপরদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলুকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানায় এনেছে বলে ওসি মোঃ হানিফ জানিয়েছেন।
বিএনপি নেতা সেলিম সরদার বলেন, পিতা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বড়ো ভাই ইউপি চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল, ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে যে চরমপন্থী নেতার নেতৃত্বে খুন করা হয়েছে তারাই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
ওসি মোঃ হানিফ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, ডিবির ওসি মোঃ নাসির উদ্দিন ঘঁনাস্থ পরিদর্শন শেষে থানায় এসে চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিবলুকে জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে খবর পেয়ে বিকাল ৪টায় খুলনা জেলা বিএনপির সভাপতি আমির এজাজ খাঁন, বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পী, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইঞ্জিঃ মনির হাসান টিটো প্রমুখ নেতৃবৃন্দ সেলিম সরদারের বাড়িতে আসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.