খুলনায় উপকূল রক্ষার বেড়িবাঁধ ভেঙে পাইকগাছা উপজেলায় ১৩টি গ্রাম প্লাবিত

খুলনা ব্যুরো: খুলনায় উপকূল রক্ষার বেড়িবাঁধ ভেঙে পাইকগাছা উপজেলায় ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামে এ বাঁধটি ভেঙে যায় বলে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পওর-২) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানিয়েছেন।
অতি জোয়ারে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিণের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।
প্লাবিত গ্রামগুলো হল- কালি নগর, গোপী পাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বেড়, হাটবাড়ি, ফুলবাড়ি, বাগীরদানা, দুর্গাপুর, দারুল মল্লিক, হাবিখোলা ও নোয়াই।
দেলুটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পলাশ রায় বিটিসি নিউজকে বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে কালিনগর গ্রামে ভদ্র নদী ভাঙন শুরু হয়। ভাটার সময় আমি স্থানীয় লোকজন নিয়ে বাঁধগুলো সংস্কারের চেষ্টা করছিলাম।”
দুপুরের দিকে জোয়ার আসলে গ্রামের বাঁধটি প্রায় ২০০ হাতের মত ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়। এতে গ্রামের মানুষের চিংড়ির ঘের, বাড়িঘর ও গবাদি পশু পানিতে ভেসে যাচ্ছে।”
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল বিটিসি নিউজকে বলেন, “পাইকগাছার কালিনগর গ্রামের বাঁধ ভাঙার খবর পেয়ে সেখানে ভেকু পাঠানো হয়েছে। ভাটা হলে সেখানে রিং-বাঁধ দিয়ে জোয়ার মোকাবেলার চেষ্টা করা হবে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.