বিলাসবহুল প্রমোদতরি ডুবি: মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল প্রমোদতরি ডুবে গেছে। এই ঘটনায় যারা নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে আছেন মেয়েসহ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাইক লিঞ্চ, অনেকের কাছে ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে প্রমোদতরিটি ডুবে যায়। ৫৬ মিটার (১৮৩ ফুট) লম্বা ওই প্রমোদতরিতে ব্রিটিশ পতাকা উড়ছিল। প্রমোদতরিতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন। এদের মধ্যে ছিলেন ব্রিটিশ, অ্যামেরিকান ও কানাডিয়ান। ইতিমধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে এক বছর বয়সী শিশুও রয়েছে।
এ ছাড়া প্রমোদতরী ডুবিতে একজন মারা যান। আর নিখোঁজ হন ৬ জন।
ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান। উদ্ধার হওয়া মরদেহটি তরির পাচক রিকার্ডো থমাসের। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.