চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে বৈধ কাগজপত্র না থাকায় ওই ব্যবসায়ীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার নেওয়া হচ্ছিল চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্টবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে। ভুল রাস্তায় ট্রাক গিয়ে খাদে পড়ে বাঁধে বিপত্তি।
এ সময় এলাকাবাসীর সহায়তায় কাগজপত্র বিহীন ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।
পরে আজ দুপুরে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

















