চাঁদপুর শহরের রাজপথ ছাত্রদল-বৈষম্যবিরোধীদের দখলে

 

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের রাজপথ দখলে নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে জেলা শহরের প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে অবস্থা করতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
এসময় তাদের একটাই দাবি, নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।
শহরের সরকারি কলেজ গেট, চিত্রলেখার মোড়, শপথ চত্বর, বাসস্ট্যান্ড এলাকাসহ আরও কিছু এলাকা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের নিয়ন্ত্রণ ছিল।
এসময় পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, ছাত্রদল নেতা মাসুদ মিজি, জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা আলাদাভাবে মিছিল সমাবেশ করে। তাদের সবার মুখে স্লোগান ছিল, বাংলার মাটিতে- স্বৈরাচার শেখ হাসিনার ঠাঁই নাই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানব না ইত্যাদি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.