শেখ হাসিনার বিচার দাবিতে সরব রংপুর

 

রংপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়ে প্রতিরোধ সপ্তাহের তৃতীয় দিনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব রংপুর। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টা থেকে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির সামনে সড়ক অবরোধ করে দিনব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এতে বক্তব্য রাখেন, রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সাজ্জাদ হোসাইন, টিআই রাভিন, তারেক ইমতিয়াজ ও রিফাত হক প্রমুখ।
এসময় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করাসহ চার দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
এছাড়াও ১৫ আগস্ট ঘিরে দেশে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র, নৈরাজ্য ঠেকাতে সব শিক্ষার্থী মাঠে আছে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.