আদমদীঘিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ৪৩৯ জন জিপিএ-৫ পেয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় প্রাকাশিত ফলাফলে বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৩৫টি সরকারী ও কেজি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৫১জন পরীক্ষার্থির মধ্যে পাশ করেছে ৩০৪৬ জন। অকৃতকার্য হয়েছে ৫জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩৯জন। পাশোর হার ৯৯.৮৪%।

আজ সোমবার বেলা ২টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান উপজেলা সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট এই ফলাফল প্রকাশ ও হস্তান্তর করেন।

আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল হক দেওয়ান জানান। ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩৯জন। এরমধ্যে বালক ১৯৫জন ও বালিকা ২৪৪জন। জিপিএ-৫ প্রাপ্ত বালকের চেয়ে ৪৯জন বালিকার সংখ্যা বেশি।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.