শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ব্রিফিংয়ে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কানাডা, ইইউসহ প্রায় ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।
তৌহিদ হোসেন বলেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা খুবই ইতিবাচক, সরকার বিদেশিদের সঙ্গে করা সকল চুক্তি সমঝোতা সবই ধারাবাহিকভাবে রক্ষা করে যাবে।
ব্রিফিং শেষে গণমাধ্যমকর্মীদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে। আগামী দিনে মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই, উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্তরাই দেশের জন্য কাজ করছেন।
এ সময় বিদেশি কূটনীতিকরা নির্বাচিত সরকারেও যুবকদের প্রতিনিধিত্ব আশা করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.