সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা, ঘর-বাড়ি-মন্দির ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশের করেছে সনাতন ধর্মাবলম্বীরা। ১০ আগস্ট শনিবার বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড় এলাকায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
এতে সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। লাখো মানুষের জনস্রোত।
এসময় মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে উঠে নগরের চেরাগী চত্বর।
সমাবেশে উপস্থিত অনেকের হাতে ছিল জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লেকার্ড এবং মুখে কালো কাপড়।
সমাবেশে দাবি জানানো হয়, দেশব্যাপী সংখ্যালঘুদের নির্যাতন ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
একইসঙ্গে সরকারি উদ্যোগের ক্ষতিগ্রস্ত ঘর ও মন্দির নির্মাণ করতে হবে। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও করেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.