খুলনায় হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিস্কার 

খুলনা ব্যুরো: হিন্দু ব্যবসায়ীর বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের পাঁচজন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক পত্রে এসব তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বহিস্কারকৃতরা হলেন, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডল। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বর, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন। কারণদর্শানো নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.