লেবাননে ইসরায়েলি হামলা, নিহত-২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার (৫ আগস্ট) ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে শত্রুপক্ষের হামলায় দুজন নিহত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
ইসরায়েলি সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। 
গাজায় ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত ৫৪৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ১১৬ জন বেসামরিক নাগরিক।

Comments are closed, but trackbacks and pingbacks are open.