লালমনিরহাটে ইউএনও’কে অবরুদ্ধ করে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেল আন্দোলনকারীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। রোববার জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ ভাংচুরসহ বিভিন্ন স্থানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ইউএনও সহ কয়েকজন কর্মকর্তা অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধীরা। সদর উপজেলায় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, সকালে বৈষম্য বিরোধী ছাত্ররা জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে মিছিল বের করে। এ সময় তারা কালীগঞ্জ উপজেলা পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগের একটি অফিস ভাংচুর করেন।
উপজেলা পরিষদের ভিতরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ঈমামসহ অনেক কর্মকর্তা অবরুদ্ধ করে রাখেন তারা। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের সিসি ক্যামেরা গুলো খুলে নিয়ে যায়। এ সময় লালমনিরহাট বুড়িমারী মহা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
সদর উপজেলার মিশন মোড়ে শিক্ষার্থিরা মিছিল করলে প্রথমে পুলিশ টিয়ারশেল মারে। পরে ছাত্রদের প্রতিরোধের মুখে পুলিশ পিছুহটে। এ সময় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।
জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, ভুল্লারহাট, তুষভান্ডার, আদিতমারী ও সদরে মিছিলসহ সড়ক অবরোধ করেছে। এ সময় পুলিশকে দেখা যায়নি। তবে সেনা বাহিনীর গাড়ি দেখা গেলেও তারা কোনো এ্যাকশনে যায়নি।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.