ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক একেবারে ফাঁকা

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একেবারে ফাঁকা হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক। শনিবার (৩ আগস্ট) দুপুরে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আঞ্চলিক কিংবা দূরপাল্লার গাড়ির সংকট থাকা মহাসড়কে অটোরিকশাকে যানবাহনের জন্যে বেছে নিয়েছেন প্রয়োজনে থেকে বের হওয়া মানুষ।
কয়েকজন জানিয়েছে, জরুরি প্রয়োজনে বের হয়ে গাড়ি না পাওয়ায় অটোরিকশাকে বেছে নিয়েছেন তারা। তবে রিকশা চালকরা গাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
সড়কে থাকা কোমল মিনিবাসের এক চালক বলেন, আজ গাড়ির সংখ্যা কম থাকায় বের হয়েছেন তিনি। তবে সড়কে যাত্রী নাই তেমন।
কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বললে তারা বলেন, কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এখন পর্যন্ত যথেষ্ট যাত্রী রয়েছে। তেমন ঝামেলা তাদের চোখে পড়েনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা মহাসড়কে অবস্থান করছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.