শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: তৃতীয় ও শেষ শেষ টি-টোয়েন্টিতেও জিতলো ভারত। সুপার ওভারে হেরে হোয়াইট ওয়াশ হলো স্বাগতিক শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করে ভারত। সর্বোচ্চ ৩৯ রান করেন শুবমান গিল। এছাড়া রায়ান পরাগ ২৬ আর ২৫ রান করেন ওয়াশিংটন সুন্দর।
তিন উইকেট নেন মহেশ থিকসানা।
জবাব দিতে নেমে দুর্দান্ত খেলে লঙ্কানদের টপ অর্ডার। প্রথম উইকেট জুটিতে আসে ৫৮ রান। কুশল মেন্ডিস ৪৩ ও কুশল পেরেরা ৪৬ রানে দারুণ ইনিংস খেলার পরও লক্ষ্যে পৌঁছাতে পারেনি লঙ্কানরা।
শেষ ওভারে সমীকরণ দাঁড়ালো ৬ বলে ৬ রান। বল হাতে সূর্য মাত্র ৫ রান দিয়ে তুলে নিলেন ২ উইকেট। এতে টাই হয়ে গেলো ম্যাচ। খেলা গড়ালো সুপার ওভারে। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচের সুপার ওভার হলো ৪ বলের। এতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ৩ রানের লক্ষ্য তাড়ায় প্রথম বলেই বাউন্ডারি হাকিয়ে ভারতকে জয় এনে দেন সূর্য। 
এতে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ভারতীয়রা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.