সিলেটে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

সিলেট ব্যুরো: সরকার জোর করে সমন্বয়কদের মাধ্যমে নিজেদের মতামত প্রচার করেছে দাবি করে ৯ দফার পক্ষে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিপুল পুলিশ ও বিজিবি অবস্থান করছিল। তবে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি।
বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ফটকসহ সিলেট-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভকারীরা। এ সময় তারা কোটাবিরোধী আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের দায় নিয়ে সরকারকে ক্ষমা প্রার্থনা ও মন্ত্রীদের পদত্যাগের দাবি করে।
শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তি, শিক্ষার্থী হয়রানি বন্ধ এবং আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা অফিস থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় তারা। একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানায় আন্দোলনকারীরা।
তবে সন্ধ্যা পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেনি বিক্ষোভকারীরা। তারা জানায়, সবার সঙ্গে সমন্বয়ের পর পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.