BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা রতন আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মামলার প্রধান ও ১নং আসামি মো. রতন আলী (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, নিহত শিহাব শেখ ফেসবুকের মাধ্যমে এক ১৪ বছর বয়সী নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ২০ অক্টোবর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয় শিহাব ও তার দুই বন্ধু।

রাত আনুমানিক ৮টার দিকে তারা গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ১০–১৫ জন হামলাকারী বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তাদের পথরোধ করে গালিগালাজ শুরু করে। শিহাব প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আহত শিহাব প্রাণ বাঁচাতে পাশের পুকুরে লাফ দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর তিনি মারা যান।

ঘটনার পর আসামিদের গ্রেফতারে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। ৪ নভেম্বর এক অভিযানে র‌্যাব গোদাগাড়ী এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় মূলহোতা রতনের অবস্থান শনাক্ত করে এবং বেলপুকুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসি দল।

গ্রেফতারকৃত রতনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার প্রদান রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুর পৌর বিএনপির আলোচনা সভা ও শোভাযাত্রা বাংলাদেশ যুবরা জয়ী ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর বাড়িতে ককটেল, শ্বশুর বাড়িতে বিষ্ফোরণ সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে – দুলু বাগমারায় বিএনপি নেতার ৩টি পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি আদমদীঘিতে বিএনপি মহিলা দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত