রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাগমারায় ছাতা, ক্যাপ ও খাবার পানি বিতরণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি, ছাতা ও ক্যাপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট এর একটি দল তাপপ্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্টির মাঝে গাড়ি ভর্তি প্রতিরোধ উপকরণ সামগ্রী নিয়ে আসে।
দুপুর সাড়ে ১২টা দিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে সামগ্রী বিতরণের আগে আনুষ্ঠানিক ভাবে উপজেলা চত্বরে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু সালহে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বানু, উপজেলা আ’লীগের সহ সভাপতি আহাদ আলী, ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জেবাল আহমেদ প্রমূখ।
পরে রেড ক্রিসেন্ট সোসাইটির ভরেন্টিয়ারদের সহযোগীতায় অতিথি বৃন্দ বাজারে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ছাতা ও ক্যাপ বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.