বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষ ফুটবলারের লাল কার্ড যে কোনো দলের জন্যই আশীর্বাদ। ১০ জনের দলের বিপক্ষে বাড়তি সুবিধাই পাওয়া যায় মাঠে। কিন্তু সেই সুবিধাই যেন অসুবিধার কারণ হয়েছিল উরুগুয়ের জন্য। তাই তো দলের কোচ মার্সেলো বিয়েলসা বললেন, সম্ভব হলে কলম্বিয়ার লাল কার্ড বাদ দিয়ে দিতেন তিনি।
কোপা আমেরিকার সেমি-ফাইনালে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটা একজন কম নিয়ে খেলতে হয়েছে কলম্বিয়ার। কারণ প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার দানিয়েল মুনিয়োস।
বাকি সময়টা ১০ জন নিয়েই উরুগুয়েকে আটকে রেখে ফাইনালে উঠে যায় কলম্বিয়া। ম্যাচের ৩৯তম মিনিটে হেফারসন লের্মার গোলের আর জবাব দিতে পারেনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৫ বারের শিরোপাজয়ীরা।
দুই অর্ধেই বেশ কিছু সুযোগ পায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে মাঠে নেমে গোল প্রায় পেয়ে যাচ্ছিলেন লুইস সুয়ারেস। কিন্তু তাদের হতাশা বাড়িয়ে পোস্টে লেগে ফিরে আসে বল। বিপদ থেকে বেঁচে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে কলম্বিয়াও কঠিন পরীক্ষা নেয় উরুগুয়ের। ম্যাচ শেষে বিয়েলসা বলেন, প্রথমার্ধের চেয়ে ১০ জনে পরিণত হওয়া কলম্বিয়ার দ্বিতীয়ার্ধের চ্যালেঞ্জ ছিল কঠিন।
“সম্ভব হলে আমি কলম্বিয়ান ফুটবলারের লাল কার্ডটা বাদ দেওয়াই বেছে নিতাম।”
“দ্বিতীয়ার্ধে যেটা হয়েছে, একজন ফুটবলার কম থাকায় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কলম্বিয়ার যেভাবে খেলতে হয়েছে, তাতে তারা ১১ জন থাকার সময় যতটা ছিল, (১০ জনের বিপক্ষে) তার চেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।” #
Comments are closed, but trackbacks and pingbacks are open.