যুদ্ধে ৬০ শতাংশ হামাসযোদ্ধার হতাহতের দাবি ইসরায়েলি মন্ত্রীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, গতবছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে।
গ্যালান্ট যুদ্ধের প্রথম নয় মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।
মন্ত্রী নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সঙ্গে কাজ করার জন্যে সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, “অর্জন অনেক”।
তিনি বলেন, আমরা হামাস সন্ত্রাসীদের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। এছাড়া ফিলিস্তিনী গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি।
মন্ত্রী হতাহতের কোন সংখ্যা উল্লেখ করেননি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোন পরিসংখ্যান তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২৯৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.