বাগাতিপাড়ায় অসহায় নারীরা পেল সেলাই মেশিন

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বড়াল সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সুকুমার মুখার্জী প্রমুখ।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ৪ শিক্ষার্থীকে চারটি বাই সাইকেল, এডিপির অর্থায়নে অসহায় ১৬ নারীকে ১৬টি সেলাই মেশিন, ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রজেক্টরসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.