যেভাবে ৩০ যাত্রীর জীবন বাঁচালেন চালক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্যস্ততম রাস্তা, গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে ছিলেন ৩০ যাত্রী। এরপর চালক বাসে উঠে তার আসনে বসে ইঞ্জিন চালু করেন। সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে চালকের তৎক্ষণাৎ বুদ্ধি ও সাহসিকতায় কোনো যাত্রী আহত পর্যন্ত হয়নি।
ভারতের বেঙ্গালুরুতে মঙ্গলবার (৯ জুলাই) সকালে ঘটেছে এই ঘটনা।
বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি) জানিয়েছে, ওই চালক দ্রুত বাসের সকল যাত্রীকে নামানোর ব্যবস্থা করেন এবং নিশ্চিত করেন যেন কেউ আগুনে আহত না হয়।
পথচারীদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে। পাশাপাশি দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
বিএমটিসি-এর পক্ষ থেকে বলা হয়েছে, চালক যখন ইগনিশন চালু করেন তখন ইঞ্জিনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অনেক গরম ছিল।
বিএমটিসি আরও জানায়, ইঞ্জিনে যখন আগুন ধরে তখন বাসে ৩০ জন যাত্রী ছিল। তবে সতর্ক চালক সময়মতো সবাইকে নিরাপদে বের করেন এবং দমকলবাহিনীকে খবর দেন। 
বিএমটিসি-এর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। রিপোর্ট শেষে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.