নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ নির্বাচনে নেতাকর্মীদের কোনোভাবেই ভূল করা যাবে না। যাতে কোনো ভুল না হয় সেজন্য সবাইকে সতর্কতার সাথে কাজ করতে হবে।
শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে রাজশাহী মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে দিতে হবে বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক সবচাইতে বড় দল। এ লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। যে নেতাকর্মী যেখানে কাজ ভালো করতে পারবেন তাকে সেখানেই কাজ করতে হবে। বিগত সময়ে আমাদের নেতা তারেক রহমান দলকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে কাজ করেছেন। তার যোগ্য নেতৃত্বে এখন বিএনপি আরো সংগঠিত ও সক্রিয়।
তিনি আরো বলেন, আমাদের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলীয় প্রধানদের ছবি যেখানে সেখানে টাঙাচ্ছে, এই কর্মকাণ্ডে দলের ভাবমূতি ক্ষুন্ন হয়। ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানান তিনি। সেই সাথে এসব বিষয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানান।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশা, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, নগর স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি।
এছাড়াও সভায় নগর বিএনপির অধিনস্থ থানা কমিটির সভাপতি-সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করার জন্য সবার প্রতি আহবান জানান। যাতে বিএনপির প্রার্থী আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















