BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল

বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ড. নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের টিটিসিগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে এবং সেগুলো ভালোভাবে চলছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন। বিশেষ করে, রাজশাহী মহিলা টিটিসিকে তিনি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা হিসেবে অভিহিত করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।

তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নজরুল কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আর আগামীকাল রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিসে যাব। আমি এই দুইটি কাজের জন্যই এসেছি।

ব্যক্তিগত অনুভৃতি প্রকাশ করতে গিয়ে উপদেষ্টা রাজশাহীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন।

তিনি বলেন, এমনিতে রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।

পরিদর্শন শেষে ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন।

এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং দুই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এফ-১৬ যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ায় ৪০টি বোমা ফেললো থাইল্যান্ড ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান হামলা নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন গুলিস্তানের ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড সান্তাহারের জমজমাট রাতের গামছার হাট: প্রতি হাটে কয়েক লক্ষ টাকার কেনাবেচা রাজশাহী পর্যটন বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি