বিটিসি স্পোর্টস ডেস্ক: সার্বিয়াকে উদ্দেশ্য করে ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার সমর্থকরা বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ আচরণ করেছে, এমন অভিযোগ তুলে উয়েফার হস্তক্ষেপ দাবি করেছে সার্বিয়ান ফুটবল ফেডারেশন। এজন্য উয়েফা যদি যথাযথ শাস্তি না দেয়, তাহলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে না খেলার হুমকি দিয়েছে দেশটি।
হামবুর্গে গত বুধবার ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মধ্যেকার ২-২ ড্র হওয়া ম্যাচে এক দল সমর্থক সার্বিয়াকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক শ্লোগান দেয় বলে অভিযোগ তাদের।
সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব ইয়োভান সুরবাতেভিচ এ নিয়ে ইউরোপের ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফার কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
“আমরা উয়েফার কাছে দাবি জানাব, গ্যালারির ওই দুই সেকশনের সমর্থকদের ফেডারেশনকে যেন শাস্তি দেওয়া হয়। যদি উয়েফা তাদের শাস্তি না দেয়, তাহলে আমরা এই প্রতিযোগিতায় অংশ নেব না; কিভাবে আমরা এগোব, সে বিষয়ে ভাবব।”
গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সার্বিয়ার ম্যাচের সময় তাদের সমর্থকদের উদ্দেশ্য করে জাতীয়তাবাদী অঙ্গভঙ্গির অভিযোগে উয়েফা কসোভোর সাংবাদিক আরলিন্দ সাদিকু’রের ইউরো কাভারের ‘অ্যাক্রিডিটেশন কার্ড’ বাতিল করে।
এর আগে, স্টেডিয়ামে সার্বিয়ার সমর্থকদের ‘প্ররোচনামূলক বার্তা’ লেখা ব্যানারের ব্যবহার ও মাঠে বস্তু নিক্ষেপের কারণে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে গত সোমবার জরিমানা করে উয়েফা।
চলতি আসরে ইতোমধ্যে গ্রুপ পর্বে দুটি ম্যাচ শেষ হয়ে গেছে সার্বিয়ার। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের পর, বৃহস্পতিবার স্লোভেনিয়ার সঙ্গে একেবারে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে তারা। ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তলানিতে আছে দলটি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.