নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে জেলায় PARTNER প্রোগ্রামের আওতায় কৃষক, অপারেটর ও ডিলারদের নিয়ে ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্টানে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১৩ জুন) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন অফিসে, বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষন শাখা আয়োজনে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে খাদ্যশস্যে স্বনির্ভর করে তুলতে হবে। দেশের এক ইঞ্চিও জমি যাতে পড়ে না থাকে এবং জমির ফলন যাতে বৃদ্ধি পায় তার জন্য সকল কৃষককে সচেতনা হতে হবে। আমাদের দেশের কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই আমাদের এই স্বাধীনতা তখনি প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষকের দুঃখের অবসান হবে।
তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব এনেছেন, সব রকমের সহযোগিতা দিয়ে সবসময় কৃষকের পাশে থেকেছেন। তার লক্ষ্য শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, বরং কৃষির উন্নয়নের মাধ্যমে কৃষকের জীবনমানকে উন্নত করতে হবে। গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন তার অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্ছে। আজ আপনারা যারা এখানে প্রশিক্ষন নিলেন তারা মাঠ পর্যায়ে এই পদ্ধতি গুলো ছড়িয়ে দিবেন যেন সকল কৃষক অল্প খরচে কিভাবে বেশি ফলন পেতে পারে আর পানি যেন অপচয় না হয় এই বিষয় গুলো সকলকে যানাবেন তাহলে আমাদের এই প্রশিক্ষণ এর সফলতা আসবে।
প্রধানমন্ত্রীর একটি বক্তব্য দিয়ে আমার কথা শেষ করব, “আমার উন্নত হব, শিল্পায়নে যাব। কিন্তু কৃষি ও কৃষককে ত্যাগ করে নয়। কারণ কৃষিই আমাদের বাঁচিয়ে রাখে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা বোর্ডর সদস্য মোসা: সাকিনা খাতুন (পারুল), পার্টনার প্রোগ্রাম এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ও অতিঃ প্রধান প্রকৌশলী ড.আবুল কাসেম বিএমডিএ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমশের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি সহ চাঁপাইনবাবগঞ্জ জোন ও রিজিয়নএর কর্মকর্তা কর্মচারী সহ কৃষক, অপরেটর ও ডিলারা উপস্থিত ছিলেন। ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে ২৫ জন কৃষক, অপারেটর ও ডিলারদের হাতে সনদ পত্র তুলে দেন ও চাঁপাইনবাবগঞ্জ জোন রিজিয়ন অফিসে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি বেগম আখতার জাহান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.