চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার (২১ মে) সকাল আট টায় শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬৬ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তবে ভোটারদের উপস্থিতি ছিলো কম। শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২১ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৮১ জন।
শিবগঞ্জ উপজেলার ১৬৬ টি ভোট কেন্দ্রে কক্ষ সংখ্যা ১২৮৮ টি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন, সৈয়দ নজরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক, তিনি শিবগঞ্জ উপজেলার সাবেক (পদত্যাগী) উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
মোঃ মহসীন আলী মোটরসাইকেল প্রতীক, তিনি জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মোঃ গোলাম কিবরিয়া আনারস ও জামাল হোসেন পলাশ মশাল প্রতীক।
উপজেলার ২টি দূর্গম ইউনিয়নের ৫টি ভোট কেন্দ্রেসহ ১৬৬ কেন্দ্রর ভোট গ্রহনে ৩ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিপক্ষ প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ৮ জন প্রিজাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়। এদিকে, দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের কথা বলে গভীর রাতে ভাইস চেয়ারম্যান প্রাথী মোঃ ইব্রাহিম নির্বাচন থেকে সরে দাঁড়ান।
শিবগঞ্জ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠ করতে ৮ প্রিজাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ৩ স্তরের কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়।
তিনি আরও জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করার জন্য উপজেলায় প্রায় ৮৫০ জন পুলিশ, র্যাব সদস্য ৪০ জন, বিজিবি ৩ প্লাটুন মোতায়েন, ১ প্লাটুন রিজার্ভ এবং প্রায় ২ হাজার ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন শান্তিপূর্ন করতে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। চলছে ভোট গণণার কাজ। ভোট গণণা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, ভোটের ফলাফল জানতে ভোট গণণা পর্যন্ত অপেক্ষা করতে হবে শিবগঞ্জ উপজেলার সাধারণ ভোটারদের। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণণা কার্যক্রম চলছিলো। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.