গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, একটি টিনশেড তুলার গোডাউনে দুপুর পৌনে ১২টা দিকে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৪৯ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকার একটি তুলার গুদাম থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে আশপাশের লোকজন প্রথমে নেভানোর চেষ্টা করলেও পরে তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে, তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

















