খারকিভ ছেড়ে পালিয়েছে ইউক্রেনের সেনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খারকিভের সীমান্ত অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে ইউক্রেন তাদের সৈন্য প্রত্যাহার করেছে। একজন সামরিক মুখপাত্র বলেছেন, সৈন্যরা প্রচণ্ড গোলাগুলির মধ্যে পড়েছিল এবং উত্তর-পূর্ব অঞ্চলের দুটি এলাকায় ‘আরও সুবিধাজনক অবস্থানে’ চলে গেছে।
দুই বছরের যুদ্ধের পুরো সময়কালে, ইউক্রেন সাধারণত পশ্চাদপসরণ বোঝাতে এ ধরনের ভাষা ব্যবহার করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমস্ত আসন্ন বিদেশী সফর বাতিল করেছেন কারণ সৈন্যরা নতুন আন্তঃসীমান্ত অনুপ্রবেশ নিয়ন্ত্রণে লড়াই করছে, বেশ কয়েকটি শহর ও গ্রাম হামলার কবলে পড়েছে। তার প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিফোরভ বলেছেন যে, প্রেসিডেন্ট ‘নির্দেশ দিয়েছেন যে আগামী দিনের জন্য নির্ধারিত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত করা হবে এবং নতুন তারিখগুলি সমন্বয় করা হবে’।
মস্কো দাবি করেছে যে, তার বাহিনী এখন এই অঞ্চলে আরও দুটি বসতি – লুকিয়েনস্কি এবং হ্লাইবোক – এবং দক্ষিণ জাপোরোজিয়ে অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ইউক্রেন বলেছে যে, তার সেনাবাহিনী এখনও বেশিরভাগ রোবটাইনের নিয়ন্ত্রণ করছে, সংবাদ ওয়েবসাইট ইউক্রেইনস্কা প্রাভদা সেখানে যুদ্ধরত একটি সেনা ব্রিগেডের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে। ‘তারা (রাশিয়ান সৈন্যরা) আসলে শুধুমাত্র উপকণ্ঠে আছে,’ সের্হি স্কিবচিক ওয়েবসাইটকে বলেছেন, ‘গ্রামের ভিতরে, এখনও আমাদের অবস্থান রয়েছে।’
রোবটাইন গত বছর গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণে কিয়েভ যে কয়েকটি বন্দোবস্ত পুনরুদ্ধার করেছিল তার মধ্যে একটি ছিল। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লুকিয়ানসি এবং ভোভচানস্ক এলাকা থেকে সৈন্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘আমাদের সেনাদের জীবন রক্ষা এবং ক্ষয়ক্ষতি এড়াতে’। ভোভচানস্কের দখল, যদিও নির্দিষ্ট সামরিকভাবে তাৎপর্যপূর্ণ নয়, ইউক্রেনের মনোবলের জন্য একটি বড় আঘাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.