BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভাস্থ সাব-রেজিস্ট্রেট কার্যালয়ের পিছন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌঁয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সেলিম (৩৫) ও কোরালখালী এলাকার নুরুল আমিন ওরফে নুরুর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫) এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।

তৌহিদুল আনোয়ার বিটিসি নিউজকে বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মাইক্রোবাসসহ অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি সেখানে অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

তৌহিদুল জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ডাকাতি সংঘটনের সঙ্গে জড়িত। ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এখন দেশে জনগণের নির্বাচিত সরকার জরুরী : মিলন বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল রাজশাহীর মতিহারে ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা রাজশাহীর কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ রাজশাহী মহিলা টিটিসি পরিদর্শনে ড. আসিফ নজরুল: কাজের নিষ্ঠা ও শহরের পরিচ্ছন্নতার প্রশংসা ১৬ মাস পর পাবনায় রাষ্ট্রপতির কর্মব্যস্ত দিন অতিবাহিত অবশেষে চালু হলো নগরবাড়ী আধুনিক নৌবন্দর; পণ্য খালাসে গতি বাড়বে ১০ গুণ ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফলাফল