নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন স্লুইস গেট এলাকার একটি ভুট্টাখেত থেকে আলেপ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আলেপ উপজেলার শ্রীরামপুর গ্রামের শমসের আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে ভুট্টাখেতের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.