BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি’র তিন কর্মী নিহত

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি’র তিন কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার বাসিন্দা শিমুল (৩৩), শিমুল আক্তার তুহিন (৩৪) এবং মারুফ (১৮)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, নিহত ব্যক্তিরা চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। নিহতদের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৌশলে চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই করেন তাঁরা একটি সেফটি পিনের দাম ৯৫ হাজার টাকা যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মিনু কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায় : রাভিনা জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক চিকিৎসা উন্নয়ন জরুরি : স্বাস্থ্য উপদেষ্টা এখন দেশে জনগণের নির্বাচিত সরকার জরুরী : মিলন বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল রাজশাহীর মতিহারে ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা