ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) ও আয়ফুল বেগম (৭০) নামে দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা শুক্রবার (৭ নভেম্বর) দুপুর থেকে বিকেলের মধ্যে ঘটে।
বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন র্যাব সদস্য আনোয়ার আকন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আব্দুল খালেক আকনের ছেলে। তিনি বর্তমানে র্যাব-৪ এ কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গাড়ির ধাক্কায় নিহত হন আয়ফুল বেগম (৭০)। তিনি ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “দুপুরে প্রতাপ এলাকায় এক নারী এবং বিকেলে দপদপিয়ায় এক র্যাব সদস্য নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝালকাঠি প্রতিনিধি মো. মেহেদী হাসান মেহেদী। #

















