নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর বাটারমোড়ে অনুষ্ঠিত এ সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পরে এক বর্ণাঢ্য পথযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম খান।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিজানুর রহমান মিনু মিনু বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরেই প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। আগামী নির্বাচন শুধু ভোটের নয়—এটি দেশ রক্ষার নির্বাচন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, যারা ৫ আগস্টের উত্তরণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। গত সতেরো বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে মিনু ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।”
মামুনুর রশিদ মামুন বলেন, এই দিনে আমাদের নেতা কারামুক্ত হন। রাজাকার ও দালালরা জানতো, জিয়াউর রহমান জীবিত থাকলে তাদের ষড়যন্ত্র সফল হতো না। এটি ছিল ভারতের ষড়যন্ত্রের অংশ। তাই সবাইকে একত্রিত হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
নজরুল হুদা তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান আমাদের সুন্দর একটি দেশ উপহার দিয়েছেন। তাই আপনাদের প্রথম ভোট ধানের শীষে দিন।”
মাহফুজুর রহমান রিটন বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ আর কোনো অনিয়ম মেনে নেবে না। এবার রাজশাহীর ছয়টি আসনেই ধানের শীষ বিজয়ী হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সভা শেষে বাটারমোড় থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মনিচত্বর, জিরোপয়েন্ট, কুমারপাড়া ঘুরে কল্পনা হল মোড়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে রাজশাহীর বাটারমোড় এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

















