হাজীগঞ্জে রেলস্টেশনের পাশ থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি: আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশনের পাশ থেকে এরশাদ উল্যাহ কাঞ্চন (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ওই ব্যবসায়ী হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আবদুল মতিনের ছোট ছেলে।

নিহতের বড় ভাই আতিক উল্যাহ ডিলার বিটিসি নিউজকে বলেন, গত শুক্রবার সকাল ৯টার দিকে গ্রাহকদের কাছ থেকে পাওনা টাকা তোলার জন্য দোকান থেকে বের হন কাঞ্চন। এরপর আর তার খোঁজ মেলেনি। পরে আজ রোববার সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ স্টেশনের পশ্চিম পাশে ব্রিজের পূর্ব পাশে তার মরদেহ দেখে আমাদের ফোন করেন স্থানীয় লোকজন।

তিনি আরো বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতার কথা আমাদের জানা নেই। কে বা কারা কি কারণে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে তাও বুঝতে পারছি না।

চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.