জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো: মজনু মিয়া (৩২) ও ইমান আলীর ছেলে মো: জহুরুল ইসলাম (২৮)। একই উপজেলার রান্ধনি গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০) ও মো: আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৩৩)।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক গণ মাধ্যমকে বলেন, মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমান মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী ২০২২ সালের ৯ ফেব্রুয়ারী বিকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মজনু মিয়া, জহুরুল ইসলাম, হানিফ উদ্দিন, মমিন মিয়াসহ অজ্ঞাত আরো দুই তিনজন চৈতীকে রাস্তা থেকে একটি সিএনজিতে করে ধর্ষণের উদ্দেশ্যে অপহরন করে।
পরে চৈতীর বাবা মো.হাবিবুর রহমান ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে। এ ঘটনার দুইদিন পর ১১ই ফেব্রুয়ারি চৈতীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতেই তাদের যাবজ্জীবন কারাদন্ড ও ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষণা করেন আদালত। জরিমানার টাকা মোছ. হবিবা আক্তার চৈতী পাবে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম নবী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

















