অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ: ছোটরা কি পারবে বড়দের প্রতিশোধ নিতে?

বিটিসি স্পোর্টস ডেস্ক: গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হারে বিশ্বকাপের শিরোপা হারিয়েছিল ভারত। নিজেদের দেশের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে সোনালি ট্রফি জয়ের বিরাট সুযোগ হারায় রোহিত শর্মারা। আহমেদাবাদে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। আজ আরও একবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এবার কি ভারতীয় যুবারা পারবে অজিদের হারিয়ে বড়দের হারের প্রতিশোধ নিতে?
রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত- অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
আইসিসির প্রতিযোগিতায় গত এক বছরে তৃতীয়বার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লড়েছিল দেশ দুটি। তবে দু’বারই ব্যর্থতা ও আক্ষেপ সাক্ষী হয়েছে টিম ইন্ডিয়ার। প্রত্যেকবারই ভারত বধের নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড।
বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে সিনিয়রদের হারের বদলা নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছে ভারতীয় জুনিয়ররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে বিশ্বকাপে হারের ক্ষত কিছুটা কমবে ভারতের।
ছোটদের প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের রেকর্ডও ভারতীয় যুবাদের দখলে। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের উদ্দেশ্যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে রোহিত-কোহলিদের উত্তরসূরিরা।
গ্রুপ ও সুপার সিক্স পর্ব পর্যন্ত দাপুটে জয় পায় ভারত। সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৫ রান তাড়া করে দুই উইকেটের কষ্টার্জিত জয় পায় উদয় শাহারানের দল। এ ছাড়া যুব পর্যায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ৪টি ম্যাচের জয়ের শতভাগ রেকর্ড রয়েছে ভারতের।
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিতে কঠিন লড়াই করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বেনোনির উইলোমুর পার্কে ১৮০ রানের টার্গেটে পাঁচ বল হাতে রেখে এক উইকেটের জয় পায় অজি যুবারা। প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনালে তাদের সামনে বড় বাধার নাম ইনফর্ম ভারত যুবারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.