বিটিসি বিনোদন ডেস্ক: শাহরুখ খানের আলোচিত সিনেমার একটি হল ‘ডর’ (১৯৯৩)। এই সিনেমায় বলিউড বাদশাহ জুটি বেঁধেছিলেন জুহি চাওলার সঙ্গে। ডর সিনেমার ‘তু হ্যা মেরি কিরাণ’ গান এখনো শ্রোতাদের মনে ঢেউ তোলে।
এই সিনেমায় কিরাণ চরিত্রে অভিনয় করে ভুয়সী প্রশংসা পেয়েছিলেন জুহি। কিন্তু আপনি জানেন কি, কিরাণ হওয়ার কথা ছিল রাভিনা ট্যান্ডনের?
সম্প্রতি এএনআই–এর পডকাস্টে হাজির হয়ে রাভিনা জানান, ‘ডর’–এর প্রস্তাব প্রথমে তার কাছেই এসেছিল।
রাভিনা বলেন, ‘এ ছবির প্রস্তাব প্রথমে আমার কাছেই এসেছিল। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। কিছু জায়গায় এমন দৃশ্য ছিল—যেখানে হয়তো সাঁতারের পোশাক পরতে হতো।

আমি তখনই বলেছিলাম, না, আমি সাঁতারের পোশাক পরব না। এমন কয়েকটা দৃশ্য ছিল যেগুলোতে আমি একটু অস্বস্তিতে ছিলাম।’
সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমারেখা নিয়ে খুব সচেতন ছিলাম। তাই অনেকে আমাকে অন্য রকম ভাবত।’
যদিও ‘ডর’–এ অভিনয় করা হয়নি, রাভিনা ট্যান্ডন পরবর্তী সময়ে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন নানা জনপ্রিয় ছবির মাধ্যমে। #

















