সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজরাজশাহী রাজশাহী মোটরগাড়ী পেন্টিং শিল্পী শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র বিতরণ By বার্তা কক্ষ On জানু. ১৯, ২০২৪ Share নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মোটরগাড়ী পেন্টিং শিল্পী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর এলাকার একটি মোটর গ্যারেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ১৫০ জন পেন্টিং শিল্পী শ্রমিকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি মোঃ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পেন্টিং শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুজন শেখ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন ও অন্যান্য সদস্যবৃন্দ। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.