বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপির মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সাবেক এমপি মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে নিজ গ্রাম আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ আসেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানায়।
সকলকে নিয়ে তিনি প্রথমে ছতুরশরীফ হযরত মাও: আব্দুল খালেক (র.) মাজার শরীফ জিয়ারত। পরে মাজার শরীফের পাশে শায়িত মা-বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন।
বিএনপির মনোনিত প্রার্থী মুশফিকুর রহমান ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের পশ্চিমপাড়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেন মুশফিকুর রহমান। উঠান বেঠক শেষে তন্তর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণ শেষে জামাতে ইসলামীর গণভোটের আগাম দাবী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকতে পারে। এটাই তো গণতন্ত্র। তারা কথা বলার সুযোগ পেয়েছে, কথা বলুক। তারা যেটা বলে জনগণ যদি গ্রহন করে তাহলে তাই হবে। বিএনপি গণভোটের বিরুদ্ধে নয়। বিএনপিও গণভোট চায়। কিন্তু সেটা একই দিনে (সংসদ নির্বাচনের দিন)। গণভোট হলে আমরা জনগণের কাছে যাবো। জনগন যা চায় তাই হবে।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে কীনা সাংবাদিকের এমন প্রশ্নে মুশফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র হতে পারে। বানচাল করার চেষ্টা হতে পারে। কিন্তু তাতে কোন লাভ হবে না। জনগণ যা চায় তাই হবে।
বিএনপি মনোনতি প্রার্থী মুশফিকুর রহমান বলেন, ভোটের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। ভোটই আমাদের অধিকার।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পিটিয়ে লন্ডনে নির্বাসিত করেছিল। ১/১১ তে বেগম জিয়াকে সৌদি আরব পাঠাতে বিমান প্রস্তুত ছিল। কিন্তু বেগম জিয়া দেশ ছাড়েননি। কিন্তু তাকে যে দেশ ছাড়া করতে চেয়েছিল সেই (শেখ হাসিনা) এখন দেশ ছেড়ে চলে গেছে। এটাই আল্লাহর বিচার।
গণসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মিশন মনসুর মিশন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, শফিকুল আলম তুরান, ইয়ার হোসেন শামীমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

















