BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি

মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্কের প্রথম বামপন্থী মুসলিম মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে তার ব্যক্তি জীবনও এখন সংবাদের শিরোনামে।

স্বামীর মতো আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মামদানির সুন্দরী স্ত্রী রামা দুওয়াজিও।

জোহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকে প্রচারের আলোয় আসেন তিনি। অনেকেই বলছেন, স্বামীর জয়ের মূল চাবিকাঠিটি নাকি তিনিই।

দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে। বর্তমানে ২৮ বছরের সিরীয় সুন্দরী দুওয়াজির জন্ম টেক্সাসের হাউস্টনে। তার বয়স যখন ৯ বছর, তখন তার পরিবার দুবাইতে চলে যায়। শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউইয়র্কে কাজ শুরু করেন।

বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে আর্টের কাজ করেছেন রামা।

জানা যায়, দুজনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। এই বছরেরই গোড়ার দিকে তাদের বিয়ে হয়েছে। নির্বাচনের দিন বিখ্যাত শাশুড়ি মীরা নায়ার পুত্রবধূর উদ্দেশে লিখেছেন, ডার্লিং ডটার ইন ল- নতুন দিনে আমাদের শহরেও শিল্প ফুটে উঠবে। সঙ্গে ছিল হার্টের একটি ইমোজি।

দুয়াজি নিউইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি হতে চলেছেন। যদিও তিনি এখনও জানাননি, এ ধরনের সরকারি পদ আদৌ গ্রহণ করবেন কিনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’ দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি বিজয়ের পর অভিবাসী ও শ্রমজীবী শ্রেণিকে ধন্যবাদ জানালেন মামদানি জোহরান মামদানির ঐতিহাসিক জয়, সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি মামদানির বিজয় ভাষণ শেষে মঞ্চে বাজল ‘ধুম মাচালে’ যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল