BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের পর অভিবাসী ও শ্রমজীবী শ্রেণিকে ধন্যবাদ জানালেন মামদানি

জোহরান মামদানির ঐতিহাসিক জয়, সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়লাভের পর জোহরান মামদানি তার বিজয়ী ভাষণে শহরের বহুজাতিক অভিবাসী সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন ‘ইয়েমেনি বোদেগা মালিক’ ও ‘ইথিওপিয়ান আন্টি’দের, যারা শহরের বৈচিত্র্য ও শ্রমনিষ্ঠার প্রতীক।

মঙ্গলবার (৪ নভেম্বর) ব্রুকলিনে অনুষ্ঠিত নির্বাচন-রাতের সমাবেশে মঞ্চে উঠে মামদানি বলেন, ‘আজ রাতে নিউ ইয়র্কবাসীরা পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন—একটি নতুন ধরনের রাজনীতির ম্যান্ডেট, একটি এমন শহরের জন্য ম্যান্ডেট, যা আমরা সাধ্যের মধ্যে রাখতে পারি। এবং এমন এক সরকারের জন্য ম্যান্ডেট, যা সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।’

মামদানি তার বক্তব্যে শহরের অভিবাসী শ্রমজীবী শ্রেণির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই ইয়েমেনি বোদেগা মালিকদের, সেনেগালের ট্যাক্সি চালকদের, উজবেক নার্সদের, ত্রিনিদাদের লাইন কুকদের এবং ইথিওপিয়ান আন্টিদের—যারা প্রতিদিন এই শহরকে চালিয়ে নিচ্ছেন।’

তিনি যোগ করেন, ‘নিউ ইয়র্কের তরুণ প্রজন্ম দেখিয়েছে যে, একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন আর অতীতের কোনো স্মৃতিচিহ্ন নয়। তারা প্রমাণ করেছে, রাজনীতি যখন মানুষকে সম্মান দিয়ে কথা বলে, তখন নেতৃত্বের এক নতুন যুগের সূচনা সম্ভব।’

মামদানির এই ভাষণকে বিশ্লেষকরা নিউ ইয়র্কের বহুসাংস্কৃতিক ঐক্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখছেন, যা তার প্রশাসনের আগাম নীতিমালার দিকনির্দেশনাও ইঙ্গিত করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’ দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি বিজয়ের পর অভিবাসী ও শ্রমজীবী শ্রেণিকে ধন্যবাদ জানালেন মামদানি জোহরান মামদানির ঐতিহাসিক জয়, সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি মামদানির বিজয় ভাষণ শেষে মঞ্চে বাজল ‘ধুম মাচালে’ যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল