BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা, ফয়সাল খানের সেঞ্চুরী

আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা, ফয়সাল খানের সেঞ্চুরী

নিজস্ব প্রতিবেদক: ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অর্ধ শতকে সহজ জয়ে আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা । ৫ ম্যাচে সিরিজের ১ম ওয়ান্ডেতে বগুড়ায় হারে আফগান যুবরা।

বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ কওে ২৭৫ রান। ফয়সাল খান ২টি ছক্ক ও ১৪ টি বাউন্ডারির কওে ১০৫ বলে তুলে ১০০ রান। মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকে।

বাংলাদেশের আজিজুল হাকিম তামিম ৪১ ও আল ফাহাদ ৫২ রানে ২টি করে উইকেট নেন। বাংলাদেশের যুবরা ২৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই থেমে যায়।

ফলে আফগান ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে।

বাংলাদেশের কালাম ৭১ ও রিজান হোসাইন ৫২ রান করে। আফগানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামায়। ওয়াহিদুল্লাহ জর্ডান ২৩ রানে ৩টি উইকেট নেন।

প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ফয়সাল খান। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান শামীম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, ভেণ্যূ ম্যানেজার মোঃ সাইফুল্লাহ খান জেমসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’ দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি বিজয়ের পর অভিবাসী ও শ্রমজীবী শ্রেণিকে ধন্যবাদ জানালেন মামদানি জোহরান মামদানির ঐতিহাসিক জয়, সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি মামদানির বিজয় ভাষণ শেষে মঞ্চে বাজল ‘ধুম মাচালে’ যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল