BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুর-১ ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করায় সড়ক অবরোধ-বিক্ষোভ

মাদারীপুর-১ ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করায় সড়ক অবরোধ-বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নেতাকর্মীরা।

বুধবার (৫ নভেম্বর) সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা শিবচর ৭১ সড়কে আসেন। স্লোগানে স্লোগানে শুরু হয় বিক্ষোভ। যোগ দেয় কয়েক হাজার নারী-পুরুষ।

এরপর দুপুর পর্যন্ত বিক্ষুব্ধরা শিবচর ৭১ সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। এ সময় বক্তারা অনতিবিলম্বে কামাল জামান মোল্লার মোল্লার মনোনয়ন পুণর্বহালের দাবি জানিয়েছেন। তা না হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জামান কামাল নুরুউদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে শিবচরের জনসাধারণের পাশে থেকে রাজনীতি করছেন। এই উপজেলায় তার বিকল্প কোন নেতা নেই। নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে দলেরই বড় ক্ষতি হবে বলে আশা তাদের।

জানা যায়, সোমবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। এ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েন। এরই প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিনাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করার কথা বলা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’ দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি বিজয়ের পর অভিবাসী ও শ্রমজীবী শ্রেণিকে ধন্যবাদ জানালেন মামদানি জোহরান মামদানির ঐতিহাসিক জয়, সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি মামদানির বিজয় ভাষণ শেষে মঞ্চে বাজল ‘ধুম মাচালে’ যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল