বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মওসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ৫ হাজার ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ, পেঁয়াজ, গম, বাদাম ও মসুর বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণকালে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, এডিডি (শস্য) এএলএম রেজুয়ান, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিন সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
চলতি রবি মওসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষককে বিনামূল্যে সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি বিতরণ করা হয়। এছাড়াও ২৫০ জন কৃষককে পেঁয়াজ, মসুর, বাদাম ও গমের বীজ ও সার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

















