বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপি প্রার্থী ডি. এম জিয়াউর রহমান জিয়া রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনীত হবার পর উচ্ছাসিত জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার বিকেল পাঁচ’টায় ভবানীগঞ্জ আলু হাটিতে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম শামসুর রহমান মিন্টু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি মনোনীত রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডি.এম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বাগমারায় মনোনয়ন প্রত্যাশীরা সবাই যোগ্য প্রার্থী ছিলেন। সবাই মাঠে ময়দানে থাকলেও মনোনয়ন পাননি। এতে সমস্য নেই। একজন পাবার কথা হিসেবে দল আমাকে দিয়েছে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় পদ-পদবীসহ নানা ভাবে মনোনয়ন পাননি এমদেরকে মূল্যায়ন করবেন।
তিনি নেতাকর্মীদেরকে উদ্দ্যেশ্য করে বলেন, মনোনয়ন প্রত্যাশী ১০ জন সহ তাঁদের নেতা-কর্মী আমাদের লোক ওই সব শুভানুধ্যায়ীদের বুকে টেনে নিবেন। তাঁদের এক সাথে বসবেন, ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। তাঁদের এমন কোন কথা বলবেন না, যাতে তাঁরা বিন্দুমাত্র কষ্ট পায়। আমি সময়মত প্রত্যেকদের নিকট যাবো, বসবো কথা বলবো। আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেরবানী করে ধানের শীষে ভোট দিবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রবীণ নেতা তৈয়বুর রহমান ফটাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভবানীগঞ্জ ছাড়াও বিএনপি প্রার্থী ডি. এম জিয়াউর রহমান জিয়া দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তাঁর সাথে অন্যদের মধ্যে ইপস্থিত ছিলেন, বিএনপি নেতা মকলেছুর রহমান মুকুল, জয়নাল আবেদীন, মামুনুর রশিদ মামুন, শফিকুল ইসলাম, শাহনাজ বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

















