BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় জামায়াতের প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ ও মতবিনিময়

বাগমারায় জামায়াতের প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ ও মতবিনিময়

বাগমারা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার গণসংযোগ করেছেন।

মঙ্গলবার তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে গণসংযোগ ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

বিকাল সাড়ে চারটার দিকে ভবানীগঞ্জ বাজার হয়ে হ্যালিপ্যাড মাঠে কর্মী ও নেতাদের সাথে এক সভায় জামায়াতে মনোনীত প্রার্থী ডা: আব্দুল বারী সরদার মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি নেতাকমী ও উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কমৃপরিসদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, মাও: সামসুল হক, অধ্যাপক রেজাউল হক, ভবানীগঞ্জ পৌর আমীরআশিকুর রহমান আশিক, জামায়াত নেতা শহিদুজ্জামান মীর, গোলাম মোস্তফা , কুরবান আলী, মুর্তজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী আসন্ন সংসদ নির্বাচনে পরিচ্ছন্ন ও উন্নত বাগমারা গড়ার জন্য জমায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ